জীবনের মিঠা গুণের আধারে
পশিয়াছে যতসব দুষ্টের দল অনেক গভীরে ।
ছিল যত জীবনের কোমল স্বভাব ,
সকলি লুপ্ত তাহারা, হেথা আজ ভালোর অভাব ।


কিসের লাগি তোমার এহেন মৌনতা ?
যেখানে জীবন চলিছে বুকে লইয়া দুঃসহ নীরবতা ।
আজ মৌনতা ভাঙিয়া প্রকাশ করো তব বাগ্মীতা ,
জীবন চলুক ধাইয়া ভাঙিয়া নিস্তব্ধতা ।


অমর অব্যয় তব বিদ্রোহী সত্ত্বায় ,
তবে তব যৌবন কেন আজি থমকিয়া যায় ?
দিওনা বহিয়া যাইতে গনগনে যৌবন ,
বধিতে হইবে আজ হাজারো রাবণ ।