ভাইরাস করোনার এক লহমায়
জীবন যে আজ বড় অসহায় ।
কারো হয়েছে ঠাঁই রোগী শয্যায়,
কেউবা ভুগছে সব অজানা আশঙ্কায় ।


যেদিক পানে চাই ,দেখি নাই আর নাই।
     রোগীর জন্য শয্যা নাই,
     জীবন দায়ী অক্সিজেন নাই।
     স্বজনের পাশে স্বজন নাই,
     ব্যথা জানাবার ভাষা নাই ।


অস্তিত্ব ছিলনা যার জীবনের অভিধানে,
সেই করোনাই তুলেছে ঝড় মানব জীবনে।
হে সর্বশক্তিমান ,শক্তি দাও সবার প্রাণে ,
যেন যুঝিতে পারে করোনা সনে ।


আরও কত ঘ্রাণ,কত স্বাদ নিতে আছে বাকি ,
জীবন পারেনা দিতে কভু ফাঁকি ,
দিবানিশি এই প্রত্যয়ে বেঁচে থাকি ।
নেই কোন ভয় ,করোনাকে জানিয়ে বিদায় ,
মোদের জয় হবে যে নিশ্চয় ।