বৃক্ষ চারা করে রোপণ
সন্তান সম করো তার যতন ।
বছর বছর একটি করে
বৃক্ষ করো রোপণ ,
সেই বৃক্ষেই রক্ষা পাবে
তোমার অমূল্য জীবন ।
চারা বড় হবে যখন
ছায়া দিবে ছাতার মতন ।
কে আছে বলো বন্ধু এমন,
আহার জোগাবে যখন-তখন ।
যদি বৃক্ষ রোপণ করো তুমি
সমৃদ্ধ হবে ধরা ভূমি ।
দিবানিশি প্রাণ বায়ুর জোগান,
রক্ষা করবে তোমার প্রাণ ।
বৃক্ষকে করো আপনজন,
তবে ধন্য হবে এই জীবন ।
যদি করো বৃক্ষের সৃজন ,
তুমিও পাবে বৃক্ষের মায়াভরা যতন ।