নীরবে জন্ম নেয় কত শত আশা ,
মনের গভীরে গিয়ে বাঁধে তারা বাসা ।
চোখের কোণেতে জেগে উঠে যে নীরব ভাষা,
সে ভাষা বোঝার কারো নেই অভিলাষা ।
যারা একদিন সাহস সঞ্চার করেছিল তোমার মনে,
আজ দেখো তারা পড়েছে কেটে অতি সন্তর্পণে ।
কেন যে হয় বলো এমন দশা ,
কাছে এসে জোগায়না কেহ একটু ভরসা ।
খোঁজে মন নিরালায় জীবনের মানে ,
কে যে আপন , কে যে পর মন নাহি জানে ।