পেটে থাকলে ক্ষুধা
ধর্ম কথাও মনে হয়না সুধা।
পেট থাকলে খালি
মনে আসেনা গানের কোনো কলি।
পেটে না পড়লে ভাত
পূর্ণিমা হয় অমাবস্যার রাত।
ভালো লাগেনা কোনো নীতি ও অনুশাসন
যখন পেট করে খাবার অন্বেষণ।
কেউ নয় যে আপন, কেউ তো নয় পর,
ক্ষুধাই হলো একমাত্র সহোদর।
সত্য সে তো পারেনা মিটাতে ক্ষুধার জ্বালা।
মিটায় সেই জ্বালা খাবার ভরা থালা।
ধরে যখন পেটে টান,
বাইরের সাজ,বাইরের রং,
ভরায়না আর এই মন।
হয় যে মনে উদরে যাবে ভাত কখন।
আলো-আঁধার সব মনে হয় সমান,
যখন উদরে জেগে উঠে ক্ষুধার আন্দোলন।
পেটে থাকলে ক্ষুধা,
অর্থহীন লাগে এই সুন্দরী বসুধা।