কালের ধারায় যাচ্ছে ভেসে  আবার দেখো একটি বর্ষ,
নতুন বছর বয়ে আনুক সবার মনে খুশির হর্ষ।
নববর্ষের পুণ্যলগ্নে মনটা ভরুক খুশির গানে,
দুর্ভাবনাকে দিয়ে বিদায় খুশির হাওয়া লাগুক প্রাণে।
ভুলে যেও সব অভিমান আর যত সব মনের ব্যথা,
প্রথম থেকে জাগে যেন নতুন যত জীবন কথা।
সুখের পরশ লাগুক মনে দুখটা ভাসুক নয়ন জলে,
নববর্ষের আগমণে হৃদয় জাগুক নতুন বলে।
নতুন আশা বুকে নিয়ে মিলব মোরা সবার সনে,
দূর হয়ে সব মনের গ্লানি খুশির জোয়ার আসুক মনে।
নতুন বছর এই জীবনে নিয়ে আসুক মনে শান্তি,
হাসি যেন সদাই থাকে দূর হয়ে যাক যত ক্লান্তি।
আজ নতুনের আগমণে জাতের বড়াই যাকনা ধুয়ে,
পুরানো সব চিন্তাধারা মৃত হয়ে থাকুক শুয়ে।
ধর্ম পালুক যে যার মতো থাকবেনা আর কোন বাধা,
মানবতার সুরেতে হোক জীবন গানের গলা সাধা।
নববর্ষের যাদুর ছোঁয়ায় বঞ্চিত প্রাণ পাক তার ভাষা,
হতাশ মানুষ মনের মাঝে খুঁজে পাক তার বাঁচার আশা।
বুকে নিয়ে অসীম সাহস সামনে চলো সব ভুলে,
জীবন পাক নতুন মানে হাসুক সবাই মনটা খুলে।