ওগো মোবাইল ফোন,
তোমার আছে কত রকমারি রিংটোন।
অন্যের সাথে,অন্যেরে তুমি
মিলাও যখন তখন।


ওগো মোবাইল ফোন,
পৃথিবীর এককোনে
তুমি আছ মোর সনে,
অন্য প্রান্তের প্রিয়জন তাই আসে দর্শনে।


ওগো মোবাইল ফোন,
কত ভিন্ন স্বাদের মনোরঞ্জন,
আর বিভিন্ন বিষয়ে জ্ঞান
তুমি সদাই করিছ পরিবেশন।


ওগো মোবাইল ফোন,
আজ তুমি প্রায় সকলেরই নিত্যসঙ্গী।
তোমায় পেয়ে আজ পাল্টেছে
তাই মানুষের ভালো-মন্দ দৃষ্টিভঙ্গি।


ওগো মোবাইল ফোন,
তোমারে সবাই ভালোবাসিল যখন,
চুপিসারে তুমি তখন
হলে সকলের দূরারোগ্য ব্যাধির কারণ।


ওগো মোবাইল ফোন,
তোমার এহেন আচরণ
আমাদের আজ করিয়েছে মনে,
তোমার ব্যবহারের উপর রাশ টানা প্রয়োজন।