কি সুনিবিড় টানে
বয়ে চলে নদী সাগরের পানে।
যেন এক আন্তরিক সমঝোতায়
হয়েছে ব্রতী আজীবন পথ চলায়।


কখনো হয় যে মনে দু'পাড়ের শাসন
নদীকে করেছে দমন,
তাই যেন হয়ে সাবধান
সাগরের দিকে নদী করিছে গমণ।


আবার হয় যে মনে, দেখাতে অহংকার
নদী চলিছে সম্মুখ পানে ভাসিয়ে দু'পাড়।
দু'পাড়ে পলি জমে স্তুপাকারে
জমি উর্বর হয় প্লাবনের পরে।


নদীদের সঞ্চয় পেয়ে যেমন গড়ে উঠে সাগর,
তেমনি নদী রূপ পিতার ঐকান্তিক চেষ্টায়
সৃষ্টি হয় সন্তান রূপ সাগর।
যা সমৃদ্ধ করে চলিছে এই সমাজ নিরন্তর।