জানকীনাথ আর প্রভাবতী দেবী পুত্র তুমি যে বীর সুভাষ চন্দ্র বোস,
জীবনে কখনো অন্যায়ের সাথে করোনি কোনো আপোষ।
নেতাজী নামে তোমার পরিচয়, ছড়িয়েছে সারা বিশ্বময়।
পথ হোক যতই কন্টকময়, তোমার পদধ্বনিতে হয়েছে তা গতিময়।
পিতার অভিলাষা করিতে পূর্ণ, হয়েছিলে তুমি আই সি এস উত্তীর্ণ।
তথাপি রাখিতে দেশমাতৃকার লাজ,
হেলায় ছাড়িয়াছ তুমি বিদেশী শাসকের অধীন সেরা পদের কাজ।
নিশ্চিন্ত বিলাসিতার জীবনকে জানিয়ে ছুটি,
সাপটে ধরেছ তুমি, বিপজ্জনক , অচেনা জীবনের ঝুঁটি।
" তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ।"
তোমার এই বিস্ফোরক উক্তি,জীর্ণ জাতির বুকে যুগিয়েছিল শক্তি।
যখনি বুঝেছ তুমি , অহিংস আন্দোলন আর নেই প্রয়োজন,
ঘোষিত হয়েছে সেইক্ষণে, তোমার সশস্ত্র আন্দোলন।
ভাবিতে শিখিয়েছ তুমি, আমাদেরও আছে শিরদাঁড়া,
আমরাও পারি শত্রুরে করিতে দেশছাড়া।
উপেক্ষিয়া ইংরেজ শাসকের রক্ত চক্ষু, দেশের মাটি ছাড়ি,
গোপনেতে দিয়েছিলে তুমি বিদেশ ভূমিতে পাড়ি।
করতে গিয়ে স্বাধীনতার খোঁজ, সুগঠিত করেছ আজাদ হিন্দ ফৌজ।
ক্ষুদ্র স্বার্থ দিয়ে বিসর্জন , স্বাধীনতার লাগি সঁপেছিলে তোমার সারা জীবন।
আপামর জনজীবন তাইতো তোমায় দিয়েছে পেতে নেতাজীর ঐ আসন।