সারাদিন ঝড় বয়
প্রচন্ড প্রতাপ ।
সুগঠিত নিম্নচাপে
লাগে মন খারাপ ।


আকাশের গায়ে দেখো
ঐ মেঘের পাহাড় ।
দিবাকালে ঘনিয়েছে
কি ভীষণ আঁধার !


ঝিরঝির বৃষ্টির
অবিরাম ধারায়,
মন আজ ভেসে চলে
মেঘেদের পাড়ায়।


জীবনের জলভাগে
নিম্নচাপ ঘনিছে ।
এলোমেলো ঝড় তাই
সুতীব্র হয়েছে ।


সমাজের মানুষের
আজ বড় বিপদ ।
এসো সবে শেষ করি
বিভৎস আপদ ।