কাটিয়াছি বৃক্ষ,গড়িয়াছি সভ্যতা ।
করিয়াছি বৃক্ষ ছেদন, না করি সৃজন।
পরিণামে তার পাইয়াছি খরা,পাইয়াছি প্লাবন ।
ভূগর্ভস্থ কয়লা, সরাইয়াছি তার ময়লা ,
লভিয়াছি তার বিবিধ উপকার ।
পরমাণু শক্তির বাড়বাড়ন্ত ব্যবহার ,
বিষাইয়াছে এই জগৎ সংসার ।
নিত্য চলিছে যত মোটর কার,
প্রকৃতিরে দূষিছে নিরন্তর ।
মোদের কীর্তি করিতে চির অম্লান,
প্রকৃতিরে করিয়াছি অপমান ।
মাঝে মাঝে কাঁপিয়া উঠে ধরনী ,
অভিমানে যেন বলিছে ফুঁসিয়া সে ,
এখনও তো সংহার রূপ ধরিনি  ।
এখনও আছে সময়, প্রকৃতিরে করিলে যতন,
মোরাও পারি পেতে অমূল্য রতন ।