পরিবেশের কোলে
ছিলেম রসে বশে ।
আজ মহাবিপদে ফেলে
পরিবেশটা পাল্টে গেল শেষে ।


যত বেড়েছে বিশ্ব জনসংখ্যায়
মেতেছি মোরা নৃশংস বর্বরতায় ।
বনভূমিরে করে উজাড়
করেছি প্রকৃতির সাথে ঘোর অনাচার।


প্রযুক্তি কল্যাণে মানুষ
আজ করেছে বিশ্বজয় ।
উড়িয়েছে স্বপ্নের ফানুস
বুকে নিয়ে দানবের বরাভয় ।


বিজ্ঞানকে করে হাতিয়ার
ভূপ্রকৃতির উপর করেছি অত্যাচার ।
রাসায়নিক সার ও কীটনাশকের
করে ব্যবহার
চাষের জমি বানিয়েছি ঊষর ।


বেড়ে সব বিষাক্ত গ্যাস
হয়েছে বিশ্ব উষ্ণায়ণ ।
মেরু প্রদেশে গলছে বরফের দেশ
বিশ্ব দূষণের কারণ ।


প্রকৃতিরে না লয়ে সাথে
যবে যাত্রা করেছি শুরু ,
বিপদেরে দেখে অজানার পথে
বুক কেঁপে উঠেছে দুরুদুরু ।


বিশ্ব প্রকৃতি এখন ঘোর উত্তাল
মানুষ পায়না আর সুখের নাগাল ।
এখনও মোরা রাখিনা প্রকৃতির খেয়াল ,
যেদিকে তাকাই দেখি বৃক্ষের আকাল ।


প্রকৃতির সঙ্কট হতে মুক্তি পেতে
আজ আরও গাছ ,গাছ চাই ।
প্রকৃতির সনে সুনিবিড় সম্পর্ক
গড়ে তোলা চাই ।