দাও ধরা তুমি এসে ,
মানবের বেশে,মানবের পাশে ।
বিশ্ব আজ বিপদসংকুল ,
রক্ষা করো হে প্রভু তব মানবকুল ।


সঙ্কটের ঘন কালো মেঘে ,
ছেয়ে আছে এ ভূবনের দশ দিশ ।
প্রসারিত করে তব হাত ,
ধরা বুকে আনো নূতন প্রভাত ।


বাজিয়ে তোমার চেতন বীণে ,
জাগরিত করো যত বিবেকহীনে ।
মুখরিত হোক বিশ্ব ভূবন ,
তুমি এসে গাও মানবতার গান ।


সৃষ্টি তোমার লুপ্ত হলে ,
কে পরাবে মালা তোমার গলে ?
অত্যাচারীর অহংকার করে ক্ষয় ,
তব শক্তির দাও পরিচয় ।


প্রহারের পর প্রহার করে
অত্যাচারীর জীবন করো জেরবার ।
যেন স্বেচ্ছাচারীর আসনে নিজেরে ,
কভু না বসায় আবার ।


রক্ষা করো হে প্রভু তোমার ভূবন ,
করে যতসব অসুর নিধন ।
তোমার মহী হোক মহীয়ান ,
উড়ুক ধরায় শান্তি নিশান ।