কেবল আমরা শ্রেষ্ঠ ভবে মূর্খ জনে ভাবে,
এমন ভাবনা ছাড়লে তবে শান্তি ফিরে পাবে।  
অসহিষ্ণু মন বাড়ায় দুখ আঁধার ভরা থাকে,
হারায় সে মন মানবতা হিংসাকে তাই ডাকে।
সহিষ্ণুতা বড় এক গুণ শান্তি আনে মনে,
অপর ধর্মে শ্রদ্ধা করতে শেখায় সকল জনে।
চলতে নেমে জীবন পথে পেয়োনা আজ ভয়,
সহিষ্ণুতার মন্ত্রে জাগো হবেই তোমার জয়।