গাছেরা মূল দিয়ে করে গ্রহণ
জল ও খনিজ লবণ ।
তাদের করে উর্ধ্বপানে প্রেরণ,
কান্ডকে করে অবলম্বন।


পাতায় পৌঁছে সেই গৃহীত উপাদান
চলে সেথা জটিল রসায়ন।
কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো গ্রহণ
খাদ্য তৈরিতে জেনো ভীষণ প্রয়োজন।


কার্বন ডাই অক্সাইড গ্রহণ
অথবা অক্সিজেন বর্জন
পাতায় চলিছে অবিরাম।
পরিবেশে তাই এদের ভারসাম্য বিদ্যমান।


গাছেদের তৈরি খাদ্য যেমন
প্রাণিকূল করিছে ভোজন ,
কয়লা, কাগজ, ওষুধ তেমন অতি প্রয়োজন।
এসবই মেটায় গাছের সালোকসংশ্লেষণ।


সভ্যতার বাড়বাড়ন্ত তাই যাদের কারণে,
দয়া করে তাদের আর জর্জরিত কোরোনা অপমানে।