সমাজ মানে অনেক মানুষের বড় এক আখড়া,
যেখানে নিয়েছে ঠাঁই যতসব সুবিধাভোগীরা।
ভালো মানুষেরা এখানে করছে নানা কাজ,
তথাপি তাদের কপালে জোটে একটু বাড়তি গালিগালাজ।
সমাজে তুমি যদি না পাও সম্মান,
মনেতে ভেবোনা কভু এ তোমার অপমান।
সমাজে যদি পারো দিতে মান সম্মান বিসর্জন,
তবে সকলে করিবে তোমার যতন।
তোমার চোখে যদি না থাকে পর্দা,
তুমিই পারো হতে সমাজের বড় দাদা।
সমাজে তুমি দেখাও যদি লজ্জা,
তুমি হবে সকলের কব্জা।