আর তো নেই সেদিন,
যখন খেলে-ধুলে কাটত শিশুর দিন।
এখন শিশুর মন টিভি আর
মোবাইল ফোনের অধীন।


আর তো নেই সেদিন,
যেদিন কাটত মোদের অবসর বই পড়ে,
নতুবা গল্প গুজব করে।
এখন কাটে সময় সোস্যাল মিডিয়াতে।


আর তো নেই সেদিন,
যেদিন আপনজনে বাসতো ভালো,
বিপদ সময় জাগাত মনে আলো,
এখন দেখ কেমন যেন তারা সব পালিয়ে গেল।


আর তো নেই সেদিন,
যেদিন মানুষের ব্যবহারে ছিল ভব্যতা,
আচরণে ছিল তার শিষ্টতা,
এখন সেথায় দেখ কেবলই রুক্ষতা।


আর তো নেই সেদিন,
যখন মানুষের কাছে প্রকৃতি ছিল বড়ই আপন,
প্রকৃতির বুকে হারিয়ে সে খুশি হত যে ভীষণ।
এখন দেখ ঠাঁই পায়না মনেতে তার প্রকৃতির শোভন।