সত্য থাকে সকলের আড়ালে,
বেরিয়ে আসে তারে মনে প্রাণে খুঁজলে।
মিথ্যা ঘুরে চোখের সামনে সেজে গুজে,
দেখলে তাকে অশান্ত মনটি যেন সহজেই মজে।


সত্য হয় নিরাভরণ,
তার উপরে থাকে কঠিন আবরণ।
মিথ্যা সাজে নানা আভরণে,
যায় যে সহজে চেনা তার নিজ আচরণে।


সত্য লভ্য হয় কঠিন সাধনায়,
মিথ্যা ছড়িয়ে রয় জীবন আঙিনায়।
সত্যময় জীবন দেয় সুখের সন্ধান,
মিথ্যা ভরা জীবন জেনো নরক সমান।