শরতের আগমনে সেজেছে প্রভাত,
তৃণাদির মাথা ভরে শিশির মুক্তায়,
সাদা মেঘ ভেসে চলে আকাশ গঙ্গায়।
কত ফুল কুড়িয়েছি ভরাতে দুহাত,
শিউলি বিছিয়ে পথে শোভিছে শরৎ।
সকলে মেতেছে আজ ফুলের শোভায়,
বাতাস হয়েছে ফুলে অতি গন্ধময়,
নীল সবুজ সাদাতে মজেছে জগৎ।


আকাশ বাতাস যেন উৎসবে মাতে,
সবার মনেতে আজ সুখ উঁকি মারে।
অর্থের সঙ্কটে যারা ভোগে দিনে রাতে,
আগমণী সুরে তারা থাকে চুপ করে।
গরীবের ঘরে নাই উল্লাস শরতে,
প্রকৃতি তাদের দিক বাঁচতে সবারে।