দেখ বি এ,এম এ করে পাস,
রাস্তায় বসে খেলছে তাস।
দীর্ঘ দিন করে পড়াশোনা,
হবে দিতে নেতার কাছে ধর্ণা।


যেখানে লক্ষ লক্ষ বেকার,
সেখানে চাকরি হচ্ছে কয়েক হাজার।
বাকিরা এখন করবে কি ?
এ চিন্তাই দিচ্ছে মনে উঁকি।


যদি না পারো দিতে টাকার যোগান,
তবে নেতার হয়ে দাও মিথ্যা স্লোগান।
চাকরি পেতে এগুলোই আজ যোগ্যতা,
বাকি সবই মুখের কথা।


মেনে নিতে না পারায় এই বর্বরতা,
গ্রাস করেছে তাদের অনেককেই
এখন ড্রাগের নাশকতা।
ক্রমেই হারাচ্ছে তাদের কর্মক্ষমতা।


হায়রে যুব সমাজ আর কতকাল,
চাকরির আশায়, মিছে হবি নাজেহাল।
আজ কাটুক না হয় তোদের ঘোর,
তোদের হাত ধরেই আসুক রাতের
শেষে ভোর।