হে দিবাকর দূর হয়ে যায় আঁধারের কালো
তোমার স্নিগ্ধ আলোক ছটায়।
নব উদ্যমে সবে এগিয়ে চলে বাঁচার আশায়।
কিছু মানুষ স্বার্থ করতে কায়েম মানুষেরে করেছে ঘুঁটি
ঘুঁটি হওয়া কিছু অসহায় মানুষ দেখ  হন্যে হয়ে খুঁজছে একটু রুটি।
ক্ষুধা-তৃষ্ণা গ্রাস করায় তাদের মন যে সদাই হতাশ রয়।
আঁধার ঘনিয়ে এলে তাদের মনে জাগে ভয়,
যারা রেল লাইনের পাশে বা কোন জঙ্গলের ধারে রাতের আঁধার কাটায়।
অথচ ধনীরা দেখ বিলাসিতায় কত অর্থ করে ব্যয়,
কত বড় বড় অট্টালিকায় নির্ভাবনায় জীবন কাটায়।
ওহে দিবাকর তুমি এখনও কি রবে নির্বিকার ?
তোমার আলোক ছটায় দূর কর আজি মানবতার এই নিষ্ঠুর হাহাকার।