মাগো আমার তোমায় মনে পড়ে,
জানি তুমি আছ বহুদূরে।
তবুও যেন হয় যে মনে,
ডাকিছ আমার নামটি ধরে।
জানি কভু আসিবেনা আর ফিরি,
যেকোন কাজে তোমার আশীষ ছাড়াই,
দিতে হবে একাকী মোরে পাড়ি।
তবুও মাগো আমার তোমায় মনে পড়ে।
      


জানি মম জীবন রাজ্য ,
পাবেনা আর তোমার সুশাসন,
রইবে খালি মম হৃদয় সিংহাসন।
জানি তুমি বলবেনা আর ডেকে,
ওরে খোকা যাসনে সেথা একা,
পেতে পারিস ভয়ের দেখা।
তবুও মাগো আমার তোমায় মনে পড়ে।


তোমার ঐ স্নিগ্ধ চোখের মায়া,
জানি মোর জীবনাকাশ তলে দিবেনা আর ছায়া।
জানি মাগো আমার দুটি আঁখি,
হেরিবেনা আর তোমার মুখের ভূবন ভোলানো হাসি।
আমারেই একা যেতে হবে হেথা,
জীবন জোয়ারে ভাসি।
তবুও মাগো আমার তোমায় মনে পড়ে।