দেখো দেখো... ঐ দূর আকাশে নীল ভেদ করে ডানা
মেলে বায়ুর উপর ভর করে উড়ে যাওয়া গাংচিল!
মুক্ত সে, ইচ্ছের নায়ে মুক্তির পাল তুলে যায় উড়ে;
মানুষ আমি হয়তো, তাই আমার সাথে তার এত অমিল!


চেয়ে দেখো, এই নদী- গতিশীল সে আপন গতিতে।
প্রকৃতির রক্তচক্ষু উপেক্ষা করে ছুটে চলা সাগরের টানে।
বাঁধ পড়লেও এগিয়ে যায় নতুন পথে গন্তব্যে।
আমি মানুষ হয়তো, তাই পিছুটান জেগে থাকে প্রাণে!