বৃন্তচ্যুত ফল আমি।
তাই দেখছে কেউ পোকায় খাওয়া কিনা!
কেউ ভাবছে বোঁটাতে ভাইরাস হয়তো।
কেউ ভাবছে পঁচে গেছে অকালে।
আর আমি ভাবছি...
হয়তো কোন অভুক্ত পথচারী এসে
পরম মমতায় আমায় মুঠোবন্দি করবে!
পঁচা, পোকায় খাওয়া কিম্বা ভাইরাসাক্রান্ত
অংশটি ধুয়ে মুছে কেটে ফেলে দিয়ে
দু'দিনের অভুক্ততা দূর করবে!
আর তখন ধন্য হবে জীবন আমার।
কিন্তু পড়ে থাকা ঘৃণ্য ফলের জীবন আমার!
পচন আর ক্ষতটাই দেখলে আমার ভাগ্যের।
এর পিছনে যে তোমাদের অযত্ন
আর অবহেলা লুকিয়ে আছে তা ভাবলে না!