তোমাকে হারিয়ে ফেলেছি আমি।
তোমাকে হারিয়েই বুঝলাম
কতটা বিশৃঙ্খল আজ হৃদয়ের রাজ্য!
অলিন্দে অলিন্দে পরশ্রীকাতরতা;
অলিন্দ নিলয়ে হানাহানির আশঙ্কা।
প্রতিটি অঙ্গে প্রকোষ্ঠে যুদ্ধের দামামা।
তুমি নেই বলে তারা আজ কাজে
গাফেল।
হৃদয় রাজ্য যেন হয়ে গেছে অচল!
মনের আকাশ জুড়ে তুমিহীনা
জমেছে নিকষ কালো মেঘ।
নিয়ম অনিয়মের নেই বালাই;
যেন বিষাক্ত হাওয়া নিঃশ্বাসের।
মনের মেঘে আজ তাই অম্লের মিশ্রণ;
আঁখি কোণে তাই ঝরছে এসিড বৃষ্টি!
দেহকোষের স্তরে স্তরে সৃষ্টি
হচ্ছে হাজার ক্ষত।
দেহের সবুজ ভূমিতে নেই আর প্রাণ সজীবতা।
ভূমিকম্পে বারবার কাঁপছে দেহভূমি!
আমার অস্তিত্বের মহাবিশ্ব এখন যে
শেষ প্রলয়ে ধ্বংসের প্রতীক্ষায়!
আমি যেন এ পৃথিবীর রূপ
আর তুমি যেন মানবিকতা!