তোমার মায়াময় চাহনির আলোয়
ম্লান হয়ে যায় সূর্যের ঔজ্জ্বল্য!
তুমি চন্দ্রের মত স্নিগ্ধ সুন্দর।
আর সুন্দর সব কিছুই অসম্ভব।
তবে কি তোমায় কাছে পাওয়া অসম্ভব?
অথচ আমি তোমাকে পেতে চাই-
ক্ষতস্থানে দূর্বার রসের মত।
তুমি স্রোতস্বিনী হলে আমি তরী হব।
তৃষ্ণায় তুমি হবে আঁজলা ভরা জল।
আমার হৃদয়ের ক্যানভাসে তুমি হবে
সপ্ত বর্ণে আঁকা সুখকর ছবি।
লতা যেমন বৃক্ষকে জড়িয়ে রয়
তেমনি কাটাবে আমার সাথে অষ্টপ্রহর।
মিথোজীবী প্রাণির মত বাঁচবো মোরা।
বালিকা, যাযাবর মানুষ আমি।
তোমার হাতে হাত রেখে চলব আজীবন-
এতটুকু কথা দিতে পারি।
বিলাসী জীবনের দিব না মিথ্যে প্রতিশ্রুতি।
জানি, তুমি সুন্দর চাঁদের মত!
হয়তো আমার প্রেম ছুঁতে পারবে না তোমায়।
তবু কল্পনায় তোমার বিচরণ প্রতিক্ষণ!