আমার হেটে হেটে সমুদ্রের সীমানা পার হতে ইচ্ছে করে,
সমুদ্র এত গভীর কেন ?
সমুদ্র গভীর………… আমি জানি,
তারপর ও আমার ইচ্ছে করে কেন ?