সুখের ব্যাধি মনেতে মোর,
আদি অন্ত জুড়ে।
সুখ পাখিটা ডাকছে দেখো
রাত দুপুর আর ভোরে।
এত সুখে আছি তবুও
কি যেনো কি নাই!
কিসে বলো জুড়োয় আত্মা
কিযে করি ছাই।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
সন্ধ্যাতারা চোখে।
বুকটা বন্ধু খাঁ খা করে
জেগে উঠি দেখে।
সকাল হারায় তন্দ্রা লীলায়,
দুপুরটা অবসাদে;
বিকেল গড়ায় আপন মায়ায়
গোধূলির রঙ কাঁদে।
সন্ধ্যা নামে, আকাশ ভেঙ্গে
আমার বাড়ীর ছাদে।


রাতটা আমার ভীষণ প্রিয়
চাঁদটা থাকে পাশে।
দিনের যত অপূর্নতা
অন্তপুরে ভাসে।
তবুও...
আমার একাকী রাত
একাকী সন্তরণ।
মহাকালে ডুবতে চাইনা
ভেসে থাকুক মন।
অচিন মনের চেনা ভাষা
অনন্তকাল বাঁচার আশা
কভু হবার নয় সমর্পন।


কপিরাইট © ২০১২ বাউন্ডুলে