কৃষ্ণ গহ্বরের পানে ছুটে চলেছি !
মহাকালে হারিয়ে যাইনি।
এখনো আছি নশ্বর এই পৃথিবীতেই
হয়তো থাকবো আরো কিছুকাল।


অস্তিত্ব এখনো স্বকীয়তায় অনন্য।
যদিও জ্ঞানের পরিধি একেবারে শূন্য।
অস্থিরতা এখন অনেক বেশি।
ঢিলে হয়ে যাচ্ছে মাংসপেশী।


জীবনের অর্থ খুঁজতে গিয়ে
ক্লান্ত আমি সাঁঝের পথে পরিশ্রান্ত।
এখনো বুঝে উঠতে পারিনি
কোথা এই তৃষ্ণ আত্মার অন্ত।


শুধু জানি এইযে এত স্বপ্ন রাশি।
যেগুলো মোর অন্তরেতে পুষি।
কভু হারাবার নয়;
যেমন করেই হোক করতে হবে জয়।
হোক না এই মাটির দেহের ক্ষয়।
পরমাত্মা যেন এই ভবেতেই রয়।


মহাকালের পাড়ি দেয়া পথে
জীবন নদীর বয়ে যাওয়া স্রোতে।
চেনা বিশ্বাস গুলোর মত
তৃষিত অন্তরের গভীরে যে ক্ষত।
এবারের জোছনা এসে ধুয়ে দিক,
জরা আর অতৃপ্তি যত;হোক গত।
... ... ... ... ... ... ... ... ... ...
কপিরাইট © ২০১২ বাউন্ডুলে