সুন্দর
প্রত্যুষে বিকশিত
নির্ঝঞ্ঝাটে গোলাপের লালাভার চেয়েও তুমি সুন্দর।


তুমি সুন্দর আরও সুন্দর
ওই সিঁথিতে দোলন্ত লাল সিঁথি পাটি।


তুমি সুন্দর
রক্তাভ নবোদিত সূর্যের চেয়েও তুমি সুন্দর।


তুমি সুন্দর আরও সুন্দর
মৃদুগামী অধর হাসি।


তুমি সুন্দর
পূর্ণিমা তিথির পুষ্করিণীর চেয়েও তুমি সুন্দর।


তুমি সুন্দর আরও সুন্দর
ঔজ্বল্য দু'টি কাজল আঁখি।


তুমি সুন্দর
দ্যুতিময় ধৌতশিশির বিন্দুর চেয়েও তুমি সুন্দর।


তুমি সুন্দর আরও সুন্দর
আকর্ষক ওই নাসিকায় উদ্বেলিত নথ।


তুমি সুন্দর
আরও সুন্দর তোমার দুরন্ত অলক
ফের হারালাম পলক
প্রাণবন্তক লাবণ্য ওই মুখশ্রীর স্পর্শ পেতে
আমি এক তৃষিত চাতক।