তোমাকে নদীর জলে ভাসতে দেখে হিংসায় পুড়ে মরি,
নিঃশ্বাস শুঁকে তোমার পাখি ঘেরা সময়
দিন-রাত কথাহীন কথক বসে থাকি
মোলায়েম সময় আগুন আনবে চাঁদ পুড়িয়ে আবার,



এই অন্ধকারের পোশাকগুলো কি খুলে রাখা যায় না?
দেখনা গাছগুলো কেমন অসহায় তাকিয়ে আছে



ভাবনাগুলো গুছিয়ে উঠতেই দেখি পাখিটির গায়ে রক্ত লেগে আছে
আর পানিতে ভাসছে আমার জন্মান্তরীণ  নদী



বিশ্বাস কর
এমন করে কখনো বলতে চাইনি


তবে শরৎ কাছে এসেছিল কিনা
পুকুর পাড়গুলো ওমন কেঁপেছিল
আমিও নদী ভেবে ডুব দিই।



তবে,  এভাবেই কথা শুরু হয়েছিল
য-ফলার মত ধারালো
এখন কয়েকটি ট্রয় আমিও পোড়াতে পারি