কখনো খুব দূরে ছোটে যাই
মাতাল অনুভূতির কোলাহল ভাঙে
প্রতিটি সিঁড়ি কি নিদারুন সময়
যেন কাচিতে কুচি কুচি করে কাটছে কেউ দিন গুলো।


এক একটা আকাশ কি অদ্ভুত কান্না
চুঁইয়ে চুঁইয়ে যেমন পৃথিবী কাঁদে
স্বপ্ন স্বপ্ন অধরা হৃদয় গল্প
ভাবতে ভাবতে উজাড় করে কারো চলার  পথ হয়ে যাওয়া,
এছাড়া কোন গল্প মনে পড়ে না,


তবু ঘুমিয়ে পড়ুক বিকেল, সাগর, সব মানুষ
স্তব্দ পৃথিবীর সব মোড় ও অদৃশ্য হলে
বলব ভালবাসি, ভালবাসি অতঃপর
মৃত্যু এবং আমি আর প্রতিটি হাড়ে মিশে থাকা তথাকতিত।