তুমি যখন খুব যত্নে চুল বাঁধ
জানলায় ঝুঁকে পড়ে  আকাশ
পৃথিবীর গোপন দরজা গুলো খুলতে থাকে,
শঙ্খচূড়ের ফনা থেকে নেমে যায় বিষ
অমলিন স্নেহে বাতাস ছোঁয়ে দেয় তোমার কপাল
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এসব,
আর মনে মনে আওড়ে যাই সেই বিখ্যাত
"নতজানু হয়েছিলাম আগেও এখনো যেমন আছি"