শুনেছি প্রেমিকাকে পেলে নাকি
পুরুষমানুষ দেবদূত হয়ে যায়,
কিন্তু তোমার প্রতি একতরফা প্রেম
আমাকে দেবদূত হতে দেয়নি।
শুনেছি বসন্তের হাওয়া পেলেও নাকি
পুরুষমানুষ দেবদূত হয়,
কিন্তু তোমার মালঞ্চ থেকে আগত
বসন্তের বাতাসে স্নান করেও
আমি দেবদূত হতে পারিনি।
শুনেছি কবিরা নাকি স্রষ্টার অংশ,
হয়তো তারা স্রষ্টার দূত নয়, কারণ
তারা নিজেরাই স্বয়ং স্রষ্টা,
কবিতাই যাদের সৃষ্টি;
তাই আমি সৃষ্ট দেবদূত না হয়ে
কবিতার স্রষ্টা হওয়ার পথ বেচে নিয়েছি।