তোমাকে কোনদিন স্পর্শ করিনি,
অথচ তুমি তোমার দাহ্য দৃষ্টি দ্বারা
আমার হৃদয় জ্বালিয়েছো।
তোমাকে কোনদিন অঞ্জলি অর্পণ করিনি,
অথচ তুমি তোমার আত্ন-অহম দ্বারা
আমার ভালোবাসাকে বিনাশ করেছো।
তোমাকে কোনদিন প্রেম নিবেদন করিনি,
অথচ তোমার অবহেলা আমাকে
আপন ভেবে আলিঙ্গন করেছে।
তোমাকে কোনদিন গোলাপ উপহার দেইনি,
অথচ তোমার হাতের গোলাপ আমার বক্ষে
বেদনার জল সঞ্চিত করেছে।
তোমাকে নিয়ে কোনদিন প্রেমের কবিতা লিখিনি,
অথচ তুমি তোমার প্রত্যাখ্যান দ্বারা
আমাকে বিরহী কবি বানিয়েছো।