ভাত নেই, জাত কি বা পাত নেই
                    রাত আছে, নেই আশ্রয়,
অভয়াশ্রম নেই, শ্রম আছে
                    ক্ষুধা আছে - নেই ব্যত্যয়।
শুধু এই নিয়মেই জান নেয়
কলিকালে অভিশাপ বৃথা,
শাপ নেই, সাপ আছে, কালসাপে
                      বিষ আছে সূঁচের ফলায়।