১।
স্বাধীনতার ড্রাগটা ভালো ডোজটা না দরকারি,
পাচ্ছি খেতে এই তো অনেক হোক পঁচা তরকারি।
সুক্ত এখন শব্দ চেতন,
স্বপ্নটপ্ন কেচ্ছা কেতন,
কুবের ধরে স্বাধীনতার মাছটা -সে সরকারি!


২।
রাজার আবার কাবাব খাবার অনেক ইচ্ছে হলো,
মোগল তো নয়, পাঠানও নয় নাদান বাঙাল কালো।
তাই তো পুড়ে যাবার কালে
বাঙাল তুমি কাবাব হলে,
রাজার নীতির কাবাবপ্রীতি শুনতে বড়ো ভালো।