শুয়ে শুধু ভাবি সারা রাত ভোর
খুঁজে পাবো কি ?
আমার আত্মার নিজস্ব এক
নিভৃত বাসভূমি।
জল যেখানে তৃষ্ণার্ত নয়,
ভুখা রুটি প্রস্তরীভূত নয়,
আমার একটাই বিশ্বাস-
আমি কখনোই ভুল বলিনি
কেউ পারেনি
কখনো কেউ পারেনি ।


একা সমষ্টিরহিত
একেলা কেউ পারে না
কখনো কেউ পারেনা
একেলা সফল হোতে।


আরবপতির দল- কত ঐশ্বর্য !
কৃপণের-জায়া
চাপা কান্নায় মরে
বৈরাগী সুরে অপত্নর তান
নামি দামি বদ্যি ডাকে
পাথরের হৃদয় সারাতে।
কেউ পারেনি
কখনো কেউ পারেনি ।


একা সমষ্টিরহিত
একেলা কেউ পারে না
কখনো কেউ পারেনা
একেলা সফল হোতে।


চুপ ! মন দিয়ে শোনো
আমার গোপন বানী
বজ্র মেঘের ডাক
ঝড়ের হাতছানি
মানবজাতির কান্না শুনি
দেখি ক্রোধের প্রকাশ
কেউ পারেনি
কখনো কেউ পারেনি ।


একা সমষ্টিরহিত
একেলা কেউ পারে না
কখনো কেউ পারেনা
একেলা সফল হোতে।


[প্রয়াতা মার্কিন কবি মায়া এঞ্জেলো রচিত ALONE   কবিতার স্বকৃত বঙ্গানুবাদ]