রোজকার সাধারণ জীব্ন যাপন
এক ঘেঁয়ে লাগে।
রোজ নামচার নামাবলী
ঘামাচির মতো বেছে বেছে
চুলকাতে লাগে।


ভিন্নতা আনতে যাই করি কেন
বিচ্ছিন্নতা জাগে।
হর পল পুলকের খেলা
শ্রাবণের অঝোর ধারার মতন
বিষন্ন লাগে।


য্তটুকু নিজস্বতা সঞ্চয়ে ছিলো
ফুরিয়ে এসেছে।
স্বাভিমানের মোহে সারল্য স্বাভাবিকতা
ডোডো পাখির মতন
হারিয়েই গেছে।