পরমানু নাকি তার লক্ষ্ভেদ মনে রাখে।
মননের প্রতিটি তরঙ্গ
একটু একটু করে, মেম্বরেন ফাটাতে থাকে।
সেখানেও বিগ ব্যাং বিস্ফোরন
সেখানেও অস্ংখ্য গ্রহ উপগ্রহ জন্মায় মরে।
মানুষ তাই তার য্ন্ত্রণা স্মৃতি
ভোলে না  কোনোদিন।
য্ন্ত্রণা জন্ম দেয় ভালোবাসা।
আমাভের সব প্রেমই ম-আন্বিক।
মানবিক।
পারমানবিক।