বাংলা কোথায়? মধ্যিখানে বইছে ইছামতি ।
ওপারটা তো বাংলাদেশ মানুষ বাংলাদেশি।
এপারটা তো ইন্ডিয়া মানুষ ভারতবাসী।
বাঙ্গালি কই? দুই বাংলার মধ্যে ভাগীরথী ।


বাংলা কোথায়? গৌড় নাকি কলকাতা, ঢাকা ।
বাংলাদেশি ভারতবাসী মধ্যে বাঙালি।
ডাল বা পায়েস রসগোল্লা ইলিশ কাঙালি।
বাঙ্গালি কই? লালন রবি জসীমুদ্দিন নজরুলে লেখা।


বাংলা কোথায়? ইতিহাস তার উনিশও পাঁচে শুরু।
প্রদেশ দিয়ে পূব-পশ্চিম সইল না কংগ্রেস।  
সাতচল্লিশে পূব পাকিস্তান সত্তরে বাংলাদেশ।
বাঙ্গালি কই? সত্ত্বা হারায় বুকটা দুরু দুরু।


বাংলা কোথায়? গঙ্গা পদ্মা বাঙ্গাল ঘটির আড়ি।
শুঁটকি কচু পোস্ত চিংড়ি এক থালাতেই খাসা।
অপিনিহিতি অভিশ্রুতির মিস্টি স্বাদের ভাষা।
বাঙ্গালি কই? ইংলিশ-হিন্দি করছে বাড়াবাড়ি।


বাংলা কোথায়? বাংলা আছে পঁচিশ কোটির ঘরে।
অমর্ত্য আর ইউনুসের অর্থনীতির নোবেল
সত্যজিৎ আব্বাসুদ্দিন আউল বাউল লেবেল
বাঙ্গালি কই? বাংলায় নেই ,আছে বিশ্বজুড়ে।