আঁধার ঘনালো
কৃষ্ণ কামাল


সূর্য গেলো অস্তাচলে ,
দিনের আলো পড়লো ঢোলে।
দেখো রাখাল ফিরছে ঘরে ,
কার মা ডাকিছে কারে।
ফিরছে দলে দলে চাষীরা ,
আরো ফিরছে নীড়ে পাখিরা।
নিভে গেলো দিনের আলো,
কালো আঁধার ঘনালো।
সবার ঘরে জ্বলছে আলো ক্ষণ,
শিশুরা দেয় পাঠে মন।
মা চড়িছে উনানে রান্না ,
কেউ আবার পড়বেনা করে কান্না।
আমি তখন বাইরে দাঁড়ায়ে,
আঁখি জোড়া তারার দেশে হারায়ে।
নিচে থাকতে ইচ্ছে করেনা,
তারার দেশ থেকে চোখ নড়েনা।
আমার কলমের কালি শেষ ,
এতটুকু পড়ে লাগলো বেশ।