আসছে ভোট
কৃষ্ণ কামাল  


আজকে তার কুঁড়ে ঘরে
যতো সাংবাদিক এর ভিড় ,
আসছে সামনে ভোট তাই
তার ঘরে নেতা চরণ স্থির।


আজকে দেখি নেতারা এসে
গায়ে মাথায় হাত বোলায়,
দুঃখের সময় পায়নি দেখা
কে জানে ছিল কোথায়।


যে রাস্তায় কোনো দিনও
কোনো নেতা দেখেনি চেয়ে ,
আজ সেই রাস্তায় নেতার
পিছে সাংবাদিক আসে ধেয়ে।


এই সকল নেতার নাটক
আমার যে সব দেখা ,
এইসব তো সকল বোঝেনা
তাই তাদের জন্য লেখা।


এই সব নেতাদের কথায়
বন্ধু সব করোনা কর্ণপাত ,
এদের ফাঁদে যদি দাও পা
তোমার সবাই কুপোকাত।


ভোটের আগে সভায় বলে
এই কৃষক দেশের ভীত ,
যখন কৃষক করে কান্না
তখন নড়েনা এদের হিত।


আমি এক কৃষকের ছেলে
দুঃখে কষ্টে হয়েছি বড়ো,
এই গন্ধ রাজনীতি চাইনা
সকল কৃষক হবো জড়ো।