বাড়ি ফিরেছি
কৃষ্ণ কামাল  


অনেক দিন বেড়িয়ে
আজকে ফিরেছি বাড়ি ,
খাতা কলম নিয়ে
তাই বসেছি তাড়াতাড়ি।
কিন্তু কি যে লিখি
মাথায় আসছে না কিছু ,
খাতা কলম রেখে
ছুটলাম বাতাসের পিছু পিছু।
গাছ গুলো যেনো
ঝলসে গেছে প্রচন্ড তাপে,
সূর্যের তাপ যাচ্ছে
বেড়ে কেবা তা মাপে।
লোকজন সব বেজায়
খেপে কিছুই নাই করার,
গরমে পাখার হাওয়া
ক্ষমতা নাই গায়ে ধরার।