বরিষণ
কৃষ্ণ কামাল


কুল কুল বরিষণে
দেখো খোকা খুকি করে নাচ ,
ঝিম ঝিম শব্দে
ভিঁজছে গাঁয়ের সকল গাছ।
আমার ও যে মন মেতেছে
বৃষ্টির সুরেতে ,
বৃষ্টি ভিজলে মা বকবে
তাই আছি দূরেতে।
জানালার গ্রিল ধরে বসে
মনে জাগে কতো গান ,
বৃষ্টি আমার খুব প্রিয়
দেখে মন করে আনচান।
মনে ভাবি ছুটে গিয়ে  
পুকুরে ঝাঁপ দিয়ে পড়ি,
যাই না আমি ছুটে
মায়ের পিটানিতে ডোরি।
দুপুরের যখন মা বলে
যা স্নান সেরে আয়,
ছুটে গিয়ে বৃষ্টিতে নাচি
আর কি থামানো যায়।