চৈত্র এসেছে
কৃষ্ণ কামাল


চৈত্র এসেছে নিয়ে ফাগুন
পুরো দিগন্তে ছুটিছে আগুন।
প্রাণীকুল তাপে বেজায়
গরমে কোথাও ঠিকা না যায়।  
কেহ দেখো গাছ তলায়
জোরে জোরে দম ফেলায়।
গরু ছাগল কিছু নাই মাঠে
জল গরম কেহ নাই ঘাটে।
কেহ আবার গামছা ভিজায়ে
রাখছি তার নিজের মাথায়ে।
কেহ আবার আমের ছাওয়ায়
মাদুরে শুয়ে শুয়ে গোড় খায়।
কেহ বারান্দায় বসে এককোনে  
তালের পাখা ঝট পট টানে।
চৈত্র মাটির বুকে ফাটল ধরায়ে
খাল বিলের জলে আগুন লাগায়ে।
তবু যেনো শান্ত সে হয়না
কিবা চায় সে কিবা তার বায়না।