ভোর
কৃষ্ণ কামাল


ভোর মানে পাখির ডাক কানে
শুনতে পাওয়া
ভোর মানে এক পলক
পাখির গান গাওয়া
ভোর হলে কোনো পাখি
বলে তাদের ভাষায়
উঠো সকল খোকা খুকি
সকাল হতে যায়
ভোর মানে মোরগের ডাক
জাগিয়ে তোলে মনিবেরে
ভোর মানেই মায়ের ডাক
ডাকে নীজ ছেলেরে
ভোর যেন এমন হয়
কারণ এর বিপরীত ভোর নয় ।।
।।