ধোনি ও গরিব
কৃষ্ণ কামাল


তোমার কন্যা বিদেশে পড়ে,
আমার কন্যা কেবল বদ্ধ ঘরে।
তোমার পাকা চারতলা বাড়ি ,
নিচে দাঁড়ানো দুই তিনটা গাড়ি।
আমার আছে একটা কুঁড়ে ঘর ,
আমার আছে সাইকেল বড়োজোর।
তোমার ঘরে থাকে ভাত আর ,
নানান তরকারি পরিপাটি।
আমার ঘরে ডাল ভাত আলু সেদ্ধ ,
আবার কখনো যোটে না বাটি।
তোমার ঘরের মেঝে মার্বেলের ,
আমার মাটির মেঝে ঘরের।
তোমার ঘরে আসবাব দামি পালঙ্ক ,
আমার ঘরে আসবাব মেলে নাই অঙ্ক।
তোমার ঘরে খুশির নাই শেষ ,
আমার ঘরে রান্না চড়ে না বেশ।