তুমি রাজকুমার কবি, ধূপ-দীপের আলো,
তোমার সুরে বাজে শান্তির রঙিন ভালো।
আমার কলম জ্বলে আগুনেরই তাপে,
আমি লিখি রক্তে, কাঁপে শিকল-ছাপে।
তুমি গেয়েছো শান্তি, প্রেম, বসন্ত বাতাসে,
আমি গেয়েছি বিদ্রোহ, ঝড়ের উপবাসে।
তুমি গানের ফুল, আমি তরবারি,
তবু দু'জনার প্রাণে এক কবিতার জ্বারি।
তোমার গীত গায় বর্ণিল প্রাসাদ,
আমার ছন্দ বাজে ক্ষুধিত জনসাধ।
তুমি রাজপথে হাসো, দাও মধুবার্তা,
আমি পথের পাথরে খুঁজি মুক্তি-ধারতা।
হে গুরু কবি, তুমি আমার শ্রদ্ধার দীপ,
তবু প্রশ্ন জাগে — কে শোনে হাহাকার নীপ?
তোমার বাণী শান্ত, আমার কণ্ঠ রণ,
তবুও আমরা একই জাতের — কবির পণ।