খোকা ও তোতা পাখি
কৃষ্ণ কামাল

খোকা উঠানে বসে পোষা
তোতা পাখির দিকে ফিরে,
সারাদিন কিচি মিচি
কেন করো বলছে ধীরে ধীরে।


তুমি কেন বলো না কথা  
খোকা বলে কেনো ডাকো না আমাকে ,
আমি যেমন ডাকি মা বলে
তেমন করে কেনো ডাকোনা মা কে।


তোমার যখন খিদে পায়
বলতে পারো না খেতে দাও ,
সব সময় করো কিচিমিচি
বুঝিনা কি বুঝতে চাও।


তোতা পাখি খোকার কথা
চুপচাপ হয়ে শুনে ,
খোকা বলে বলো কথা এখন
বলে এক দুই তিন গুনে।


তোতা পাখি খানিক থেকে
আবার করে কিচি মিচি ,
খোকা ভাবে এতো বললাম
সবই যে মিছি মিছি ।